আবারো জেলার শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই সুবীর

হবিগঞ্জ প্রতিনিধি
অভিন্ন মানদণ্ডের আলোকে হবিগঞ্জ জেলার শ্রেষ্ট মনোনীত হয়েছে চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুবীর চন্দ্র দেব।
রবিবার (৬মে ) সকালে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা শেষে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ সুপার মো: আক্তার হোসেন সম্মাননা স্মারক ও ধন্যবাদপত্র তুলে দেন তার হাতে। জানা গেছে, এপ্রিল মাসের জেলার মধ্যে শ্রেষ্ঠ এএসআই সুবীর চন্দ্র দেব ভূষিত হয়েছেন, পুলিশি সেবার মানবৃদ্ধি, থানায় আগত সেবা গ্রহীতাদের দ্রুত পুলিশি সেবা প্রদান, ওয়ারেন্ট তামিল, দাগী অপরাধীদের গ্রেপ্তার, অভিন্ন মানদণ্ডের আলোকে তিনি হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।
শ্রেষ্ঠত্ব অর্জনকারী সুবীর বলেন, আমার এই অর্জনে আমি অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) স্যার সহ চুনারুঘাট থানার আমার সহকর্মী ও বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্স বৃন্দের প্রতি। আগামীতে আমি চেষ্টা করবো আমার উপর যে অর্পিত দায়িত্ব আছে সেই দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করার।