সিসিক নির্বাচন: কাউন্সিলর হলেন বিএনপি সমর্থক ১১ জন
দৈনিকসিলেট ডটকম :
দলীয় নির্দেশনা উপেক্ষা করে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়ায় ৪৩ বিএনপি নেতাকর্মীকে আজীবন বহিস্কার করা হয়। সেই ৪৩ প্রার্থীর মধ্যে ১১ জন কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন।
বহিস্কৃত ৪৩ নেতাকর্মীর মধ্যে ১১ বিএনপি সমর্থক কাউন্সিলর হলেন- ১নং ওয়ার্ডে কাউন্সিলার মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ তৌফিকুল ইসলাম হাদী, ৬নং ওয়ার্ডের কাউন্সিলার মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম, ১৪নং ওয়ার্ডের কাউন্সিলার নজরুল ইসলাম মুমিন, ১৮নং ওয়ার্ডের কাউন্সিলার এবিএম জিল্লুর রহমান উজ্জল, ১৯নং ওয়ার্ডের কাউন্সিলার এস এম শওকত আমীন তৌহিদ, ২১নং ওয়ার্ডের কাউন্সিলার আব্দুর রকিব তুহিন, ২৪নং ওয়ার্ডের কাউন্সিলার হুমায়ুন কবির সুহিন, ৩১নং ওয়ার্ডের কাউন্সিলার নজমুল হোসেন, ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলার দেলোয়ার হোসেন নাদিম, ৩৯নং ওয়ার্ডের কাউন্সিলার আলতাফ হোসেন সুমন ও সংরক্ষিত আসনের ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ডের কাউন্সিলার শাহানা বেগম শানু।