অ্যাওয়ার্ড অর্জনে সালাউদ্দীন আলীকে গণসংবর্ধনা প্রদান

দৈনিকসিলেট ডেস্ক :
এশিয়া, আমেরিকা, আফ্রিকা বিজনেস অ্যান্ড সোশ্যাল ফোরাম কর্তৃক এশিয়া গ্রেটেস্ট ব্র্যান্ড অ্যান্ড লিডার ২০২৩ অ্যাওয়ার্ড অর্জন করায় হাটহাজারী উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সফল তরুণ উদ্যোক্তা এশিয়ান স্পেশালাইজ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সালাউদ্দীন আলীকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (১৬ জুলাই) দুবাই ইন্টারন্যাশনাল সিটির মদিনা রেস্টুরেন্টের হল রুমে এ সংবর্ধনার আয়োজন করে হাটহাজারী জাতীয়তাবাদী প্রবাসী পরিষদ।
ছাত্রনেতা জাকারিয়া রাশেদের পরিচালনায় ও সংগঠনের সহ-সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দুবাই বিএনপির আহ্বায়ক মুহাম্মদ রফিকুল আলম রফিক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত বিএনপির সদস্য এস এম মোদাচ্ছের শাহ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমিরাত বিএনপির সদস্য নাছির উদ্দিন চৌধুরী, আমিরাত বিএনপির সদস্য ও দুবাই বিএনপির সদস্য সচিব মুজিবুল হক মন্জু, দুবাই বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন কন্ট্রাকটার, আমিরাত বিএনপি নেতা ও আজমান যুবদলের সভাপতি এহাসান চৌধুরী, দুবাই বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিম তালুকদার, দুবাই বিএনপির সাবেক সহ-সভাপতি মনছুর আলম, দুবাই বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য হুমায়ন কবির সুমন, লোকমান হোসেন, শহিদুল ইসলাম, সেলিম আজদ মুন্না, দুবাই সিটি বিএনপির সভাপতি এরশাদ কন্ট্রাকটার, দুবাই আহ্বায়ক কমিটির সদস্য ভিপি ইলিয়াস, দিদারুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সম্পাদক আমজাদ হোসেন সুমন, হাটহাজারী পৌরসভা স্বেচ্ছাসেবক দল সভাপতি আব্দু সালাম, সাতকানিয়া লোহাগড়া জাতীয়তাবাদী পরিষদের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব আনছার, যুগ্ম আহ্বায়ক সুমন বিন হোসেন, আব্দুল খালেক ইমন, দুবাই বিএনপি নেতা নেজাম উদ্দিন, ব্যাংকার ইলিয়াছ, আরিফ তালুকদার, ফারুক, তৌহিদ, আল আবির বিএনপির নেতা আব্দুর ছাত্তার, ওসমান, রহিম, দেলোয়ার, শহিদুল আলম মামুন, এস ও ওসমান।
সালাউদ্দীন আলীর ভূয়সী প্রশংসা করে বক্তারা বলেন, করোনার সময়ে স্বাস্থ্যখাতে তিনি যে অবদান রাখলেন তার প্রমাণ স্বরূপ আজকের অ্যাওয়ার্ড। তিনি বাংলাদেশের গর্ব, তার এ সাফল্য গোটা জাতির জন্যই একটি বিশেষ অর্জন।
প্রধান অতিথি অধ্যাপক রফিকুল আলম বলেন, সালাউদ্দিন আলী একজন তরুণ মেধাবী সংগঠক ও উদ্যোক্তা। তার সফলতার সুনাম দেশ ছাড়িয়ে বিদেশেও প্রশংসা অর্জন করেছে। সালাউদ্দিন আলী চট্টগ্রামের গর্ব। আমরা আশাবাদী এই তরুণদের হাত ধরে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। আগামীর চট্টগ্রাম তথা হাটহাজারী।আমি উত্তর উত্তর সফলতা কামনা করি।
সংবর্ধিত অতিথি সালাউদ্দীন আলী বলেন, করোনাকালীন আমরা টাকার চিন্তা করিনি, আগে মানুষের জীবনের চিন্তা করেছি। করোনা মোকাবিলায় সঠিকভাবে কাজ করায় আমরা আজ বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছি। আজ আমাকে যেভাবে সংবর্ধনা দেওয়া হলো এটি আমি গোটা চিকিৎসক, নার্স ও চিকিৎসা খাতের সঙ্গে সংশ্লিষ্টদের পক্ষে গ্রহণ করে সম্মানিত বোধ করছি। আজ যেভাবে আমাকে সম্মান দেওয়া হলো সেজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
সালাউদ্দীন আরও বলেন, বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির বাইরে এসে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে চিকিৎসা সেবাকে সবার নাগালে পৌঁছে দিতে চিকিৎসাসেবায় ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে বন্দর নগরী চট্টগ্রামে ১০০ শয্যা বিশিষ্ট সর্বাধুনিক প্রযুক্তির সমৃদ্ধ মানবতার সেবার কল্যাণে তৈরি এশিয়ান স্পেশালাইজ হসপিটাল লি. যা এখন দেশ ও আন্তর্জাতিক মহলে প্রশংসিত, আমি তরুণ উদ্যোক্তা হিসেবে কোভিডকালীন বিশেষ অবদান এবং হেলথ সেক্টরে অনন্য সাধারণ অবদান, মেধা, দক্ষতা, নৈপুণ্যতা, সার্ভিস প্রদানের স্বীকৃতি হিসেবে এই অ্যাওয়ার্ড অর্জন করি।
তিনি আরও বলেন, এই অ্যাওয়ার্ড প্রাপ্তি অথবা সম্মাননা পাওয়ার যোগ্য আমি নই, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ থেকে এ কঠিন চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি। এই কাজে যখন সফল হই, তখনই নিজে তৃপ্তি পাই। দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে একাজ করি বলে শত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, তবু কখনো নিরুৎসাহিত হইনি। চেষ্টা করেছি ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার জন্য।