জগন্নাথপুরে ডেঙ্গু বিস্তার প্রতিরোধে পুলিশের পরিচ্ছন্নতা অভিযান

জুয়েল আহমদ, জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে ডেঙ্গু বিস্তার প্রতিরোধে থানা পুলিশের উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (২২ জুলাই) সকালে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে ডেঙ্গু বিস্তার প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্ন অভিযানে থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা এতে অংশ নেন।
এ সময় থানা কম্পাউন্ডে সকল স্থাপনা ও তার আশ-পাশ, অফিস, মেস, পরিত্যক্ত আঙ্গিনা, ফুলের টব, ড্রেন, জমে থাকা স্বচ্ছ পানির স্থান ও ডাবের খোসা ইত্যাদি পরিস্কার করা হয়।
ওসি মিজানুর রহমান বলেন, সারা দেশে ডেঙ্গুর প্রভাব বিস্তার করছে। সকলকে বাড়ি, অফিস, হাট-বাজারসহ নিজের আঙ্গিনায় পরিস্কার পরিচ্ছন্ন করে মশার প্রকোপ রোধ করতে হবে। সবাই সচেতন হলে ডেঙ্গুর প্রভাব বিস্তার করতে পারবে না