জামালগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ পালন

মো. বায়েজীদ বিন ওয়াহিদ জামালগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে র্য্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আব্দুল মালেক মিয়া। এসময় বক্তব্য দেন উপ-সহকারী প্রকৌশলী মো. আনিসুর রহমান, উপজেলা কন্ট্রাক্টর এসোসিয়েশনের সভাপতি মো. শহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুল হাসান, উপজেলা শিক্ষা (কর্মকর্তা) ভারপ্রাপ্ত গোলাম রাব্বী জাহান।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন