নোবিপ্রবিতে সনাতন বিদ্যার্থী সংসদের নেতৃত্বে লিমন-অভিজিৎ

দৈনিকসিলেটডেস্ক
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন “সনাতন বিদ্যার্থী সংসদ” এর ১ম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে অর্থনীতি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী লিমন চন্দ্র বর্মণ ও সাধারণ সম্পাদক পদে ESDM বিভাগের একই বর্ষের শিক্ষার্থী অভিষেক চক্রবর্তী-কে মনোনীত করা হয়েছে।
এছাড়াও কোষাধ্যক্ষ পদে মনোনীত হয়েছেন প্রাণীবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের পূর্ণা সিংহ পুরকায়স্থ। সাংগঠনিক সম্পাদক ফার্মাসি বিভাগের নীলাদ্রি দত্ত,এবং একই সাথে সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছে ESDM বিভাগের শ্রাবণী দাস বৈশাখি। দপ্তর সম্পাদক Zoology বিভাগের শ্রী পলাশ চন্দ্র সরকার। ধর্মচক্র বিষয়ক সম্পাদক অর্থনীতি বিভাগের প্রতীক চক্রবর্তী। নারী বিদ্যার্থী বিষয়ক সম্পাদক বিএমবি বিভাগের শ্রাবন্তী বিশ্বাস সহ সর্বমোট ১১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়েছে।
কেন্দ্রীয় সনাতন বিদ্যার্থী সংসদ এর সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক শ্রী কুশল বরণ চক্রবর্তী বলেন নোবিপ্রবিতে সবিসের ১ম কার্যনির্বাহী সংসদের পূর্ব থেকেই কার্যক্রম পরিচালনা করছে। এ কমিটি কেবল আনুষ্ঠানিকতা মাত্র।
কেন্দ্রীয় সনাতন বিদ্যার্থী সংসদ এর সাধারণ সম্পাদক শ্রী সুমন কুমার দাশ জানান, নোবিপ্রবিতে সবিস কমিটি শিক্ষক-শিক্ষার্থীকে এক সেতুবন্ধনে আবদ্ধ করবে আশা রাখি।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেশকয়েক সম্মানিত শিক্ষকবৃন্দ সনাতন বিদ্যার্থী সংসদ,নোবিপ্রবি শাখার ১ম কার্যনির্বাহী সংসদ এর সর্বাঙ্গীণ মঙ্গল ও শুভকামনা জানিয়েছেন এবং বিদ্যা অর্জনের পাশাপাশি তারা জেনো অহিংসা ও মানবতার সেবায় কাজ করে যায় সেই আশাবাদও ব্যক্ত করেছেন।
নোবিপ্রবির সিনিয়র দাদা/দিদিরা জানান, দীর্ঘদিনের প্রতিক্ষিত এ কমিটিতে তারা অনেক উচ্ছ্বাসিত এবং আশাবাদ ব্যক্ত করেন সবিস বাংলাদেশের সনাতনী বিদ্যার্থীদের একটি উত্তম প্ল্যাটফর্ম হয়ে উঠবে।
১ম কার্যনির্বাহী সংসদ কে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ সকল সনাতন বিদ্যার্থী সংসদ শাখা।
তথ্য ও সূত্র: SVS,BD.