মাধবপুরের মাহ্হদী নিখোঁজ, সন্ধান কামনা

মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরের মাহ্হদী হাসান নামের একটি ছেলে গত মঙ্গলবার (২৫ জলাই) সন্ধ্যায় উপজেলার ৫নং আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রাম এলাকা থেকে হারিয়ে গিয়েছে। ছেলেটির বয়স আনুমানিক ১১ বছর। তার গায়ের রং শ্যামলা এবং উচ্চতা ৪ ফুট এক ইঞ্চি।
জানা যায়, ছেলেটি গত মঙ্গলবার অনুমানিক সন্ধ্যায় ৬টায় খেলাধুলা করার জন্য বাসার সামনে থেকে অজ্ঞাত স্থানে চলে যায়। মীরনগর গ্রামের বাসা থেকে কাউকে কিছু না বলে বের হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। বাসা থেকে বের হওয়ার সময় মাহ্হদী হাসানের পরনে ছিলো নীল রং হাফ হাতা টি শার্ট ও কালো রং প্যান্ট।
এ ব্যাপারে শনিবার (২৯ জুলাই ) মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি নম্বর ১৮৬০।
কোনো হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকলে উল্লেখিত ঠিকানা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ রইলো। যোগাযোগ মো: জিয়াউর রহমান, মোবাইল নম্বর ০১৩০১৯৭৮৩৯৯।