চলাচলের রাস্তা বন্ধ, অবরুদ্ধ এক পরিবার

মৌলভীবাজার প্রতিনিধি
চলাচলের রাস্তা বন্ধ, অবরুদ্ধ এক পরিবার মৌলভীবাজার প্রতিনিধি জমি-জমা নিয়ে বিরোধের জেরে একটি বসতবাড়ির সামনে চলাচলের পারিবারিক রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ ও জোর পূর্বক রাস্তাটি বন্ধ করা হয়েছে এতে অবরুদ্ধ হয়েছে একটি পরিবার। বাড়িতে চলাচলের রাস্তায় দেওয়া হয়েছে বাঁশের বেড়া।
এতে ওই বাড়ির কয়েকটি পরিবার গত ১৫ দিন ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছে। ঘটনাটি মৌলভীবাজার সদর উপজেলার ২ নং মনুমুখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাছে অভিযোগ দিলে তিনি পর্যবেক্ষন করেন, উক্ত রাস্তাটি খুলে দিতে বলেন। কিন্তু রাস্তাটি খুলে দেননি নুরল হক, ছোবহান,শেফা বেগম ও রাফিয়া বেগম। জানা যায়, কাছুম আলী পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে পৈত্রিক বসতভিটায় ৬০ বছর বসবাস করে আসছেন।
উক্ত জমি বর্তমান রেকর্ড ও সেটেলমেন্ট শুত্রে মালিক।জমি নিয়ে বিরোধের জের ধরে ছোবহান ও শেফা বেগম ১৫ দিন আগে দুইটি রাস্তায় বাঁশের বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। কাছুম আলী বলেন, গত ১৫ দিন ধরে আমরা বাড়ির বাইরে যেতে পারছি না। আমার ছেলে-মেয়েরা স্কুলে ও কলেজে যেতে পারছে না।বাজারে যেতে দিচ্ছে না।ওই বাড়ির বাসিন্দা কাছুম আলী আব্দুস সোবহানের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে। কিন্তু আমাদেরও তারা গৃহবন্দী করে রেখেছে বলেন বাড়ির আরেক বাসিন্দা।