মাধবপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
সেবা ও উন্নতির দক্ষ রূপকার,উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার”প্রতিপাদ্যকে সামনে রেখে মাধবপুর উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে দিকে উপজেলা প্রশাসন আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা, মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সামনে থেকে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, পৌরসভার মেয়র হাবিবুর রহমান, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, ক্রীড়া ব্যক্তিত্ব সুকুমার রায়, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ।
বক্তারা বক্তব্য বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হলে আমাদের সবাইকে নিষ্টার সাথে কাজ করতে হবে। দেশের ন্যায় ও স্থানীয় সরকার দিবস পালন করা হয়। স্থানীয় সরকারকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান।এ সময় উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।