তাহিরপুরে ২৯ পূজা মন্ডপে অনুদান দিলেন এমপি রতন

তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে ২৯টি পূজা মন্ডপে সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন অনুদান দিয়েছেন।
সোমবার দুপুরে উপজেলা বঙ্গবন্ধু ডিজিটাল হল রুমে মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকের হাতে ব্যক্তিগত তহবিল থেকে ১০ হাজার টাকা নগদ তুলে দেন।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত আসাদুজ্জামান রনি,তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজিম উদ্দীন,উপজেলা আ,লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খাঁ,সাধারণ সম্পাদক অমল কর,বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন,উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন,যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি শুভাশ পুরকায়স্থ, সাধারণ সম্পাদক গনেশ তালুকদারসহ কমিটির নেতৃবৃন্দ।