ব্যারিস্টার সুমনকে ভারতের আন্না হাজারের সঙ্গে তুলনা হাইকোর্টের

আব্দুল জাহির মিয়া চুনারুঘাট প্রতিনিধি
১৭ অক্টোবর বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও খিজির হায়াতে হাইকোর্ট বেঞ্চ ব্যারিস্টার সুমনকে উদ্দেশ্যে এ মন্তব্য করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে ভারতীয় সমাজ সংষ্কারক আন্না হাজারের সঙ্গে তুলনা করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, ভারতের আন্না হাজারে যেমন পথে পথে ঘুরে জনগণের জন্য কাজ করেছেন। সমাজ উন্নয়নে ভূমিকা রেখেছেন। আমরা আশা করি বাংলাদেশে ব্যারিস্টার সুমনও আন্না হাজারের মতো ভূমিকা রেখে যাবেন।
বনানীতে সিটি করপোরেশনের জমির ওপর বোরাক রিয়েল এস্টেট লিমিটেডের নির্মিত বহুতল ভবন শেরাটন হোটেল নিয়ে রিটের শুনানিতে আদালত এ মন্তব্য করেন। ব্যারিস্টার সুমনকে উদ্দেশ্য করে হাইকোর্ট বলেন, আপনি জনগণের স্বার্থে কাজ করে যাবেন। বাধা আসবেই, সেই বাধা ওভারকাম করে সামনে এগিয়ে যেতে হবে। আমরা আপনার কাজকে এপ্রিশিয়েট করি। ভারতীয় সমাজ সংষ্কারক যেমন একা একা পথে পথে ঘুরে গ্রাম উন্নয়ন কর্মসূচি এগিয়ে নিয়েছেন। আপনিও জনগণের পক্ষে কাজ করে যাবেন।