ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলের হামলা: শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল

শ্রীমঙ্গল প্রতিনিধি
ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রীমঙ্গলে সর্বস্থরের ধর্মপ্রাণ মুসলমানরা।
শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুমা বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল শাখা ও পৌর শাখার আয়োজনে কলেজ রোড থানা জামে মসজিদ হইতে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রদক্ষিণ ঘুরে শ্রীমঙ্গল চৌমুহনা এসে শেষে হয়।
মিছিলে ধর্মপ্রাণ মুসলমান ইসরায়েল বিরোধী ও ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন, ফিলিস্তিনের পতাকা উড়ান এবং ইসরায়েল পতাকা পুড়িয়ে দেন। সমাবেশে বক্তারা বলেন, ‘দখলদার ইহুদিবাদী ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র।
এই অবৈধ রাষ্ট্রটি ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও নির্বিচার বোমা হামলা করে গণহত্যা চালাচ্ছে। সেই গণহত্যায় প্রকাশ্যে নির্লজ্জভাবে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো। যারা বিভিন্ন সময় বিভিন্ন দেশকে গণতন্ত্র ও মানবাধিকারের ছবক দেয়। এর চেয়ে নির্লজ্জ ভণ্ডামি আর কিছু নেই।’ পরিশেষে মাওলানা মুজিবুর রহমান মাদানী সাহেবের দোয়ার মাধ্যমে সমাবেশ