মুখে দাড়ি নিয়ে ৩০ বছর থেকে আত্মগোপনে আছেন রুমা বেগম

দৈনিকসিলেট ডেস্ক :
হরমোন মানব শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হরমোনের নানাবিধ সমস্যার কারণে শরীরে সৃষ্টি হতে পারে অনেক রোগ। পুরুষ ও নারী হওয়া হরমোনের মাধ্যমেই সণাক্ত হয়। সঠিক সময়ে হরমোনের চিকিৎসা করানো গেলে সুস্থ হওয়া সম্ভব।
পুরুষের মতো অনেক মেয়ের মুখেও স্বাভাবিকের চেয়ে বেশি লোম দেখা যায়। চিকিৎসা বিজ্ঞানে এ অবস্থাকে হিরসুটিজম বলা হয়। যেকোনো বয়সের মহিলাদের বেলায়ই ব্যাপারটি অত্যন্ত বিরক্তিকর। বিশেষ করে তরুণী বা কম বয়সী মেয়েদের ক্ষেত্রে তা হয় মহা বিরক্তিকর।
তেমনি এক নারী রুমা বেগম। মুখে পুরুষের মতো দাড়ি নিয়ে ৩০ বছর থেকে আত্মগোপনে আছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কষ্টের কথা প্রচার হয়েছে।
রুমা বেগমের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার লক্ষিপুর গ্রামে। আরো দশ পাঁচ জন মেয়ের মতো সুন্দরী রুমার বিয়ে হয়। তিনি এক পুত্র সন্তান জন্ম দেন। সন্তানটি মাত্র ৮দিন বয়সে মারা যায়। এর পর একসময় তার স্বামীও মারা যান। এসময় তার মুখে লোম গজাতে শুরু করে।
প্রথম স্বামী মারা যাবার ১৫ বছর পর রুমা দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের ছয় মাস পর দ্বিতীয় স্বামীও মারা যান।
এর পর তার জীবনে নেমে আসে বর্ণনাতীত দু:খ কষ্ট।
সারা মুখ জুড়ে পুরুষের মতো দাড়ি গজায়। তিনি চলে যান অনেকটা আত্মগোপনে।
বর্তমানে রুমার বয়স ৭০ বছর। তিনি সাংবাদিকদের জানান মৃত্যুর আগে তিনি একবার মাননীয় প্রদানমন্ত্রীর সাথে দেখা করতে চান।