শ্রীমঙ্গলে মালামালসহ আ ট ক ডাকাত দল

দৈনিকসিলেটডটকম
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন সাতগাঁও চা বাগানের এসিস্টেন্ট ম্যানেজারের বাংলোতে ডাকাতির ঘটনায় লুষ্ঠিত মালামালসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে মর্মে জেলা পুলিশের কার্যালয়ে প্রেস রিলিজ করেছে মৌলভীবাজার জেলা পুলিশের কর্মকর্তা ।
এ সময় জেলার অন্যান্য পুলিশের কর্মকর্তা সহ শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদারও উপস্থিত ছিলেন।
জানা যায়, গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সারাদিন কুমিল্লা জেলার কোতায়ালী থানা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে সবুজ মিয়া (৪৭), বশির আহমদ (৩৫), সফিক উদ্দিন (৪০) এবং মিঠুন দাস (২৫) নামে ৪ জনকে গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে সাতগাঁও চা বাগানের বাংলো থেকে লুটকৃত স্বর্ণালংকার, নগদ টাকা, অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর রাত দেড়টা থেকে রাত ৩টা পর্যন্ত মুখোশ পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একটি ডাকাতদল সাতগাঁও চা বাগানের এসিস্টেন্ট ম্যানজোর আব্দুল মতিনের বাংলোতে প্রবেশ করে আব্দুল মতিন এবং তার স্ত্রী ও অন্য সদস্যদরে হাত-পা বেঁধে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৮০ হাজার টাকা, মোবাইল ফোন এবং অন্যান্য মালামাল লুট করে। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি ডাকাতি মামলা রুজু হয় (মামলা নং ২০/২২/১১/২০২৩)।