হঠাৎ বিয়ের ঘোষণা জোভানের
দৈনিকসিলেটডেস্ক
বিয়ে করলেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। শুক্রবার (১২ জানুয়ারি) রাত ৯টায় ফেসবুকে ছবি পোস্ট করে বিয়ের ঘোষণা দেন জোভান।
এ ছবিতে দেখা যায়, জোভানের পরনে পাঞ্জাবি। তার পাশে বধূ বেশে দাঁড়িয়ে এক নারী। কিন্তু তার মুখটি ঝাপসা। এ নারীর হাত উঁচু করে ধরে, তাতে ভালোবাসার চুম্বন একে দিচ্ছেন। এ ছবির ক্যাপশনে জোভান লিখেছেন, আমরা একসঙ্গে আলহামদুলিল্লাহ, কবুল বলেছি।
জানা যায়, আজ পারিবারিকভাবে বিয়ে করেছেন জোভান। চলতি মাসের শেষের দিকে বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
জোভান তার স্ত্রীর মুখটি যেমন দেখাননি, তেমনি তার বিষয়েও কোনো তথ্য জানাননি। তবে জোভানের কাছের কয়েকজন বন্ধু জানান, জোভানের স্ত্রীর বাড়ি পুরান ঢাকায়।
রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি।