বড়লেখায় সানরাইজ ক্লাবের উদ্যোগে বৈদ্যুতিক সড়ক বাতি স্থাপনের উদ্বোধন
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় সানরাইজ ক্লাব বিছরাবাজার এর উদ্যোগে বৈদ্যুতিক সড়ক বাতি স্থাপনের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারী) রাত সাড়ে ৮ টায় সানরাইজ ক্লাবের সাধারণ সম্পাদক নোমান আহমেদের সঞ্চালনায় ও মারুফ আহমদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন বড়লেখা ৬নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল, ইউপি সদস্য জায়েদ আহমদ, মহিলা ইউপি সদস্য রহিমা আক্তার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজ, টিম ফোর কোভিড ডেথের প্রতিষ্ঠাতা সভাপতি সাহাব উদ্দিন, প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সাহাব উদ্দিন, ইনসাফ রক্ত দান ও সমাজ কল্যাণ সংস্থার প্রচার সম্পাদক শাহরিয়ার শাকিল, একতা রক্ত দান সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন সানরাইজ ক্লাব বিছরাবাজারের সহ-সভাপতি কাওছার আহমদ, শাকিল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদ আহমদ, সুফিয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক সরন দেব নাথ, সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ফাহিদ আহমদ, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল রাহাত, সহ-অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক জুনেদ আহমদ, সহ-প্রচার সম্পাদক জাবের আহমদ, রক্ত দান সম্পাদক রাজু ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সংগঠনের ভুয়সী প্রশংসা করে বলেন, একঝাঁক তরুণ ছাত্রদের নিয়ে গঠিত সানরাইজ ক্লাব প্রতিনিয়ত সামাজিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যার জন্য নিশ্চয় প্রশংসার দাবি রাখে। তাদের এই রকম কাজে আরো এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানান।