দ্বি-মাগুরউন্ডা সামাজিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি
স্বেচ্ছাসেবী সংগঠন ‘দ্বি-মাগুরউন্ডা সামাজিক উন্নয়ন সংগঠন এর পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় গরীব, সুবিধাবঞ্চিত, ছিন্নমূল, এতিম বিধবা অর্ধশতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
৫ এপ্রিল বিকেলে উপজেলার দ্বি-মাগুরুন্ডা এলাকায় অর্ধশত পরিবারের মাঝে তৈল ২ লিটার, ২ কেজি পেঁয়াজ, লবন, ১ কেজি, রসুন ৫০০ গ্রাম, ডাল ৭৫০ গ্রাম, চিনি ১কেজি, আটা ১ কেজি, সাবান, দুধ এক পেকেট, সেমাই ৫০০ গ্রাম ও চিনি ৫০০ গ্রাম, নুডুস ১ প্যাকেট সহ ১১ জাতের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের উপদেষ্টা তারেক মিয়া সুজন বলেন, এলাকার সুবিধাবঞ্চিত মানুষদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে আমাদের এই ব্যতিক্রমী উদ্যোগ। সংগঠনের সদস্য, সাইফুল ইসলাম, ফজল হক, হেলাল মিয়া সহ ৩০ সদস্য বিশিষ্ট সেচ্ছাসেবী ও প্রবাসী এলাকার বিত্তবানদের সহযোগিতায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।আমরা প্রতিবছর মানুষের সহযোগিতায় এভাবে পাশে দাঁড়াতে চাই। আপনারা আমাদের এই সংগঠনের জন্য দোয়া করবেন। আমাদের এই সংগঠন যেন মানব কল্যাণে সবসময় নিয়োজিত থাকে। সুবিধাভোগীরা জানান, ঈদের আগে খাদ্য সামগ্রী পেয়ে অনেক খুশি লাগছে। আমাদের মতো গরীব মানুষের এ-ই উচ্চমূল্যের বাজারে ঈদের দিন কোন কিছু কিনে খাওয়াটা স্বপ্নের মত। যারা আমাদের এই স্বপ্নপূরণ করছে তাদের জন্য মন খুলে দোয়া করি। ভবিষ্যতে এ- ই সংগঠন আরও অসহায় পরিবারের পাশে দাড়াক এ- এই দোয়া করি। দ্বি-মাগুরউন্ডা সামাজিক উন্নয়ন সংগঠনের তপু, জাহাঙ্গীর, আলমগীর সহ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করন ।সংগঠনটি ২০১৭ সালে ৩০জন সেচ্ছাসেবী নিয়ে যাত্রা শুরু করে। এ পর্যন্ত এই সংগঠনের পক্ষ থেকে অসহায় নারীর বিয়েতে সহযোগীতা ও অসুস্থ রোগী, রাস্তা মেরামত সহ অসংখ্য অসহায় গরীব দুঃখীদের পাশে থেকে মানবিক সহায়তা করে আসছে।