শায়েস্তাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
শায়েস্তাগঞ্জ পৌরসভার উবাহাটা পঞ্চায়েত বাড়ি এবং হাজী বাড়ির প্রবাসীদের উদ্যোগে শতাধিক হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে উবাহাটা হাজী বাড়িতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরন করেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল। শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদের সঞ্চালনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর তাহির মিয়া খাঁন, শামীম চৌধুরী, বাবলু চৌধুরী, মহিবুর রহমান মুরাদ, ফয়জুর রহমান রাহাতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা প্রবাসীদের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে আরও বেশি মানুষকে যাতে সহযোগীতা করতে পারেন সেজন্য দোয়া কামনা করেন।