নবীগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ প্রতিনিধি
সারাদেশের ন্যায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাস অনু এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ-১, (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুর রহমান, ইউনিয়ন চেয়ারম্যান সমিতির সভাপতি ইমদাদুর রহমান মুকুল, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম.এ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মিনাল কান্তি রায় (মিনু), ১০নং দেবপাড়া ইউ.পি চেয়ারম্যান শাহ্ রিয়াজ নাদির সুমন, মৎস্য কর্মকর্তা মোঃ আসাদ উল্লাহ, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া, পজীপ কর্মকর্তা সাকিল আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তাজ উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোশাহিদ আহমদ, সমবায় কর্মকর্তা জীতেন্দ্র সরকার, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মালিক, সাংবাদিক সাগর আহমেদ প্রমুখ।