সৎ সাংবাদিকতা অন্যতম ইবাদত
দৈনিকসিলেট ডেস্ক :
সাংবাদিকতা শব্দটি এসেছে সংবাদ থেকে। এর ইংরেজি প্রতিশব্দ নিউজ। আরবি প্রতিশব্দ খবর, হাদিস বা নাবা। নাবা শব্দ থেকেই নবির উৎপত্তি। নবি অর্থ সংবাদদাতা, সংবাদবাহক, দূত ইত্যাদি। এই দৃষ্টিকোণ থেকে প্রত্যেক নবিই একেকজন সাংবাদিক, সংবাদদাতা বা বার্তাবাহক। কোরআন ও হাদিসে নাবা শব্দটি বহুবার এসেছে। রাসুলুল্লাহ (সা.)-এর বাণীকেও এক অর্থে সংবাদ বা খবর বলা হয়। প্রত্যেক নবি-রাসুল আল্লাহর দেওয়া সংবাদ বা বার্তা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তাঁরা আল্লাহর বাণীর সংবাদকর্মী।
একজন সৎ সংবাদকর্মীর খবর সংগ্রহ ও পরিবেশন সমাজে কল্যাণ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে পারে। হাদিসে সাধারণ মানুষ, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ কামনাকে দ্বীন আখ্যা দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘দ্বীন হলো নসিহত বা কল্যাণ কামনা। আমরা বললাম, কার জন্য? তিনি বলেন, আল্লাহর জন্য, তাঁর কিতাবের জন্য, তাঁর রাসুলের জন্য, মুসলিম শাসকদের জন্য এবং সাধারণ মুসলমানের জন্য।’ (আবু দাউদ, হাদিস: ৪৯৪৪)
গণমানুষের কল্যাণে কাজ করা সুস্থ ও সৎ সাংবাদিকতার প্রধান বৈশিষ্ট্য। ভালো কথার মাধ্যমে মানুষের উপকার করা সওয়াবের কাজ। আল্লাহতায়ালা বলেন, ‘যারা ঈমান আনে এবং ভালো কাজ করে, তাদের আপ্যায়নের জন্য আছে ফেরদাউসের বাগান।’ (সুরা কাহাফ, আয়াত: ১০৭)
হাদিসে ভালো কথাকে জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম বলা হয়েছে। আদি বিন হাতিম (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা এক টুকরো খেজুরের বিনিময়ে হলেও আগুন থেকে নিজেকে রক্ষা করো। খেজুরের টুকরো না পেলে ভালো কথার মাধ্যমে নিজেকে রক্ষা করো।’ (মুসলিম, হাদিস: ২২২১)
যেকোনো বিষয়ে মিথ্যার আশ্রয় নেওয়া গুরুতর পাপ। মানুষের কাছে সত্যকে মিথ্যা বলে প্রচার করা এবং মিথ্যাকে সত্য বলে বেড়ানো আরও ভয়াবহ গুনাহ। মানুষের মুখের কথা বা হাতের লেখা যেমন পুণ্য অর্জনের মাধ্যম হতে পারে, তেমনি পাপের কারণও হতে পারে। তাই যেকোনো সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সত্যতা যাচাই জরুরি। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আর সে বিষয়ের পেছনে ছোটো না, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই। কান, চোখ আর অন্তর—এগুলোর সব বিষয়ে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে।’ (সুরা বনি ইসরাইল, আয়াত: ৩৬)
সততা একজন সাংবাদিকের সবচেয়ে বড় গুণ। সাংবাদিকের উচিত নয়, মনমতো লেখা। ইচ্ছা করেই ভুল লেখা বা সত্যতা যাচাই না করে সংবাদ পরিবেশন করা সুস্থ সাংবাদিকতার বিপরীত কাজ। অন্যায়ও বটে। সৎ সাংবাদিকতা অন্যতম ইবাদত।
মানবকল্যাণের জন্য সত্য সংবাদ পৌঁছে দিতে হবে। তাই সংবাদ সংগ্রহের সময় চোখ-কান খোলা রাখতে হবে। সাংবাদিকতার পেশা দ্বারা যেভাবে ইসলাম, দেশ ও মানুষের কল্যাণ করা সম্ভব, তেমনি এর দ্বারা ক্ষতি করাও সম্ভব। সৎ ও সুস্থ সাংবাদিকতা এবং কল্যাণকর কাজে সংবাদ পরিবেশন করা হলে সওয়াব পাওয়া যাবে। বিপরীতে মিলবে গুনাহ।