টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৮ কিশোর
মানিকগঞ্জে মসজিদে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করায় বাইসাইকেল উপহার পেল ১৮ জন কিশোর। আজ শনিবার দুপুরে পৌরসভার বাইতুল হামদ জামে মসজিদ কর্তৃপক্ষ এ উপহার তুলে দেন বিজয়ীদের হাতে।
মসজিদের সভাপতি গালিবুর রহমান বলেন, ‘নামাজে কিশোরদের আগ্রহ ও ধারাবাহিকতা বাড়াতে মসজিদ কমিটি এই কর্মসূচি চালু করেন। নির্দিষ্ট সময়ের মধ্যে যারা একটানা ৪০ দিন জামাতে অংশ গ্রহণ করেছে, তাদের মধ্য থেকে নির্বাচিত কিশোরদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। এ অনুষ্ঠানে আয়োজন করতে পেরে আমাদের মসজিদ কমিটি অনেক ধন্য।’
মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুর রহমান মারুফ বলেন, ‘আমাদের লক্ষ্য তরুণ প্রজন্মকে মসজিদমুখী করা এবং নামাজের অভ্যাস গড়ে তোলা। এই পুরস্কার তাদের জন্য প্রেরণার উৎস।’
উপহার পেয়ে কিশোরদের মুখে ছিল আনন্দের ঝলক। তারা জানায়, ভবিষ্যতেও নিয়মিতভাবে নামাজ জামাতে আদায় করে যেতে তারা অনুপ্রাণিত হয়েছে।
এই উদ্যোগ স্থানীয়দের মধ্যেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই বলেছেন, সমাজে ধর্মীয় চেতনা জাগ্রত করতে এমন উদাহরণমূলক উদ্যোগ আরও সম্প্রসারিত হওয়া উচিত।
এ সময় আরও উপস্থিত ছিলেন মসজিদের সেক্রেটারি এনামুল হক, সমাজ সেবক ওয়াদুদ, স্থানীয় বাসিন্দা অনিক, অভিভাবক কামাল হোসেন প্রমুখ।