লন্ডনে প্রকাশ্যে এলেন আওয়ামী লীগের তিন নেতা
দৈনিকসিলেট ডেস্ক :
এবার লন্ডনে প্রকাশ্যে এসেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব।
রবিবার (৮ ডিসেম্বর) যুক্তরাজ্য আওয়ামী লীগের অনুষ্ঠানে ভারত থেকে টেলিফোন বক্তৃত্য দেন হাসিনা। সেখানেই দেখা গেল তাদের।
উল্লেখ্য যে, গত ৭ ডিসেম্বর সিঙ্গাপুরে একটি হোটেলের সামনে দেখা মিলে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানের।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে প্রচণ্ড চাপের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর দেশে থাকা অন্য আওয়ামী লীগের নেতারাও যে যার মতো করে দেশ ত্যাগ করেন। দেশ ত্যাগ করতে গিয়ে অনেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতারও হন। এদের অনেকেই জেলে এবং বেশিরভাগ নেতাকর্মী বিদেশে পাড়ি জমিয়েছেন।