ওয়েস্ট ওয়ার্ল্ড সিটি ব্যবসায়ী সমিতি কমিটির অভিষেক অনুষ্ঠিত
দৈনিকসিলেট ডেস্ক :
সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ওয়েস্ট ওয়ার্ল্ড সিটি ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত নির্বাহী বোর্ড ২০২৫-২৬ এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে সিলেট নগরীর জেল রোডস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে অভিষেক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
ওয়েস্ট ওয়ার্ল্ড সিটি ব্যবসায়ী সমিতির প্রধান নির্বাচন কর্মকর্তা এডভোকেট মুহাম্মদ আব্দুল হাফিজের সভাপতিত্বে ও সমিতির সহ সভাপতি আনোয়ার হোসাইন’র পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, ওয়েস্ট ওয়ার্ড শপিং সিটির চেয়ারম্যান লায়েক আহমদ চৌধুরী, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আবদুর রহমান রিপন, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি শাহজান আলী, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল-আজাদ, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচন কমিশনার জীবেশ আচার্য্য জীবন, নির্বাচন কমিশনার স্মিতা রানী দে, নির্বাচন কমিশনার মো.হাবিবুর রহমান, ওয়েস্ট ওয়ার্ল্ড সিটি ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি প্রফেসর মো.জাকির আলী, ওয়েস্ট ওয়ার্ল্ড সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি শোয়াইভ আহমদ অভি ও সাধারণ সম্পাদক বিপ্লব কুমার এষ।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা ইলিয়াস আলী ও স্বাগত বক্তব্য রাখেন ওয়েস্ট ওয়ার্ল্ড সিটি ব্যবসায়ী সমিতির নির্বাচন কমিশনার আবিদ মো.আব্দুল্লাহ চৌধুরী।
এসময় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির হাতিয়ার হিসেবে কাজ করে যাচ্ছেন ব্যবসায়ীরা। বিগত সময়ে যেভাবে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ভবিষ্যতে একইভাবে অবদান রাখবেন। ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ থাকলে সকল সমস্যা মোকবিলা করা সম্ভব। তাই ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত ও আর্তমানবতার কাল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা আশা করি ওয়েস্ট ওয়াল্ড শপিং সিটির ব্যবসায়ীরা অতিতের ধারাবাহিকতা বজায় রেখে সুনামের সাথে কাজ করে যাবেন।
অনুষ্ঠানের শুরুতে ২০২৫ ও ২০২৬ অর্থ বছরের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
নব নির্বাচিত কমিটির সদস্যরা হলেন- সভাপতি অলিউর রহমান সাদ্দাম, সভাপতি শোয়াইভ আহমদ অভি, সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, সহ সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ চৌধুরী সানি, সহ সাধারণ সম্পাদক কাওছার আহমেদ সুজন, কোষাধ্যক্ষ মো.সাজু আমহদ, সহ কোষাধ্যক্ষ মো.ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক রাহেদুল ইসলাম টুটুল, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক মো.দুলাল আহমদ, কার্যকরী সদস্য-১ ইঞ্জিনিয়ার মো.মামুন হোসাইন, কার্যকরী সদস্য-২ প্রভাত পাল।
অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।