জৈন্তাপুরে প্রাথমিক বিদ্যালয় ফুটবল ফাইনাল সম্পন্ন
জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা প্রাথমিক বিদ্যালয় ফুটবল ট্রুর্ণামেন্টের বালক বালিকা পর্যায়ে ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় বালক বালিকা পর্যায়ে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
জৈন্তাপুর ফেরীঘাট ক্যাপ্টেন ফুটবল মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।
ফাইনাল ম্যাচে বালিকা পর্যায়ে চিকনাগোল শাহজালাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে আসামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ২০২৪ মৌসুমে চ্যাম্পিয়ন হয়। দিনের অপর ম্যাচে বালক দলের নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৪-২ গোলে চিকনাগোল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চলতি বছর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন প্রধান অতিথি জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলহাস, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মস্তাক আহমেদ, স্হানীয় ইউপি সদস্য শওকত আলি ।
এ ছাড়াও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন রফিক আহমেদ, তাজুল ইসলাম,শহীদ মিয়া,মন্জুর আহমেদ, জসিম উদ্দিন, বিজেন চন্দ্র দেব,মো জাকারিয়া, ফখরুল আলম,মো আলমগীর, সুমন চন্দ্র দেব,শাহাজাহান বাবুল,মো বুরহান উদ্দিন, আব্দুর রশির, মো নূর উদ্দিন, এসো শিখি প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর বিধান রায়,শিক্ষক মোহাম্মদ জালাল উদ্দীন, মো আলমগীর হোসেন সহ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা ও ফুটবল কলাকুশলীবৃন্দ ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম।