মাহফিলে ‘তুমি’ সম্বোধন করা নিয়ে যা বললেন আজহারী

দৈনিকসিলেট ডেস্ক :
ওয়াজ মাহফিলে শ্রোতাদের উদ্দেশে তুমি সম্বোধন করা নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে তরুণ প্রজন্মের ছেলেদের বেশি আপন করে নিতেই স্নেহভরে ‘তুমি’ সম্বোধন করেন বলে জানান তিনি।
ফেসবুকে আজহারী লিখেছেন, ‘আমি মাহফিলগুলোতে সাধারণত শ্রোতাদেরকে ‘আপনি’ বলে সম্বোধন করি। মাঝে মাঝে কিশোর ও তরুণ শ্রোতাদের ‘তুমি’ বলে এড্রেস করি। কখনো ঢালাওভাবে ‘তুমি’ সম্বোধন করি না।
আওয়ামী লীগের সরকারের আমলে ২০২০ সালের শুরুতে মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়ায় পাড়ি জমান মাওলানা মিজানুর রহমান আজহারী। ২০২০ সালের ২৯ জানুয়ারি নিজের ফেসবুক আইডিতে লেখেন, ‘পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য’ তিনি আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছেন।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে ফেরেন তিনি। মাত্র নয় দিন দেশে অবস্থানের পর ১১ অক্টোবর আবারও মালয়েশিয়ায় পাড়ি জমান। এরপর ডিসেম্বরে আবারও দেশে ফেরেন জনপ্রিয় এই ইসলামী আলোচক।
গত ২৭ ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় বৃহত্তর সাবেক গুলদি তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে দেশের মাহফিলের মঞ্চে দেখা যায় তাকে। এরপর যশোর ও সিলেটে দুটি মাহফিলে অংশ নেন তিনি।
এসব মাহফিলে বক্তব্য দেওয়ার সময় অনেক সময় শ্রোতাদের উদ্দেশে তুমি বলে সম্বোধন করেন তিনি। অনেক সময় আপনিও সম্বোধন করেন। সর্বশেষ সিলেটের মাহফিলে দোয়ার আগ মুহূর্তে আজহারী বলেন, ‘সিলেট আজকে কী করেছ, এটা মনে থাকবে’। এরপরই তিনি দোয়ার মাধ্যমে মাহফিল শেষ করেন।
মাহফিলে সিলেটবাসীকে উদ্দেশ্য করে আজহারীর ‘তুমি’ সম্বোধনের বিষয়টি নিয়ে কেউ কেউ সমালোচনা করেছেন। আবার অনেকে আজহারীর পক্ষেও কথা বলেছেন। এ নিয়ে সমালোচনা মধ্যে আজহারী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তুমি সম্বোধন করার বিষয়টির ব্যাখ্যা দেন।
ফেসবুকে জনপ্রিয় এই ইসলামিক স্কলার লিখেছেন, একটা সময় ছিল যখন মাহফিলগুলোতে বেশিরভাগ শ্রোতা ছিলেন বয়স্করা। পঞ্চাশ কিংবা ষাটোর্ধ্ব মুরুব্বিরা। আলহামদুলিল্লাহ সময় বদলেছে। এখন মাঠে জেনদেরকে আমরা শ্রোতা হিসেবে পাচ্ছি। তরুণ প্রজন্মের এই ছেলেগুলো আপনির চেয়ে তুমি বললেই বেশি উৎফুল্ল হয়। আর তুমি বলে, আমিও সহজেই তাদের সাথে কানেক্ট করতে পারি। মূলত ওদেরকে বেশি আপন করে নিতেই, স্নেহভরে এই ‘তুমি’ সম্বোধন। আপনি-তুমির মিশেলে চলুক না আমাদের ভাবের এই আদান প্রদান।