ভুট্টা ক্ষেতে ডায়মন্ড জাতের আলু চাষে কৃষক শাহনেওয়াজের সফলতা

মোশাহিদুল ইসলাম নয়ন, বাহুবল
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার চিলামী গ্রামে ভুট্টা ক্ষেতে ডায়মন্ড জাতের আলু চাষ হয়েছে। এসব ফসল চাষ করে সফলতা পেয়েছেন কৃষক মো. শাহনেওয়াজ মিয়া। চলতি মৌসুমে প্রায় ৫০ শতক জমিতে প্রথমে ভুট্টার বীজ রোপণ করেন ওই কৃষক। পরে উপজেলার দ্বিমুড়া কৃষি ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার শামিমুল হক শামীমের পরামর্শে তিনি একই ক্ষেতে ডায়মন্ড জাতের আলু বীজ রোপণ করেন। কিছুদিনের মধ্যে ক্ষেতে একসাথে আলু ও ভুট্টার চারা গজায়। প্রায় আড়াই মাসে ক্ষেত থেকে ভালো ফলন পেয়ে আলু সংগ্রহ করে তিনি আনন্দিত।
ভুট্টা সংগ্রহ করতে আরো কিছু দিন সময় লাগবে। ভুট্টা ক্ষেতে আলু চাষে সফলতা দেখে এলাকার অন্যান্য কৃষকরা আগ্রহী হয়েছেন। তারাও আগামী মৌসুমে এ ধরণের চাষ করতে প্রস্তুতি নিচ্ছেন। কৃষক মো. শাহনেওয়াজ মিয়া বলেন, শুধু শ্রমের মাধ্যমে সফলতা আসে না। চাই সঠিক পরামর্শ। এখানে আমি দ্বিমুড়া কৃষি ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার শামিমুল হক শামীমের কাছ থেকে ভুট্টা ক্ষেতে আলু চাষের সঠিক পরামর্শ পেয়েছি।
তিনি আমাকে উপজেলা কৃষি অফিস থেকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃমি উন্নয়ন প্রকল্পের আওতায় ভুট্টা প্রদর্শনী দেন। আমাকে বিনামূল্যে ভুট্টার বীজ, সার ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। আমি ভুট্টার ক্ষেতে আলুও চাষ করি। চমৎকার ফলন হয়েছে। চাষে মাত্র ৫ হাজার টাকা ব্যয় হয়েছে। এখানে প্রায় ১৫ মণ আলু পেয়েছি। ভুট্টা কিছুদিন পরে সংগ্রহ করা যাবে। সবমিলিয়ে প্রায় এক লাখ টাকা আসবে আশা করছি।
দ্বিমুড়া কৃষি ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার শামিমুল হক শামীম বলেন, আমি কৃষকদেরকে সঠিক পরামর্শ প্রদান করছি। কৃষকরা নিজ নিজ জমি আবাদ করে নানা ধরণের ফসল চাষ করে সফল হচ্ছেন। এখানে চলতি মৌসুমে কৃষক মো. শাহনেওয়াজ মিয়া একই ক্ষেতে ভুট্টার সাথে আলু চাষ করেন। তিনি ক্ষেত থেকে আলু সংগ্রহ করেছেন। কিছুদিনের মধ্যে ভুট্টা সংগ্রহ করতে পারবেন। ভালো ফলন হয়েছে। তার ন্যায় অন্যান্য কৃষকরাও এ ধরণের চাষ করতে আমার কাছ থেকে পরামর্শ গ্রহণ করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা চিন্ময় কর অপু বলেন, দিন দিন জমি কমে যাচ্ছে। এখানে একই জমিতে একাধিক ফসল চাষে আমরা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি। চেষ্টা ও শ্রমের মাধ্যমে কৃষকরা নানা ধরণের ফসল চাষ করে লাভবান হচ্ছেন। উপজেলার চিলামী গ্রামের কৃষক মো. শাহনেওয়াজ মিয়া একই ক্ষেতে ভুট্টার সাথে আলু চাষ করে তাক লাগিয়েছেন। তার ক্ষেতে ভালো ফলন হয়েছে। আমরা কৃষকদের পাশে আছি।