ড. ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে লালাবাজারে মতবিনিময়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, মানবাধিকারকর্মী ও সমাজসেবী ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দক্ষিণ সুরমার লালাবাজারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী মোঃ আব্দুল কাইয়ুম।
প্রধান অতিথি ছিলেন প্রার্থীর বড় ভাই, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী মোঃ নিজাম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার এতবছরও নগরীর একেবারে কাছের উপজেলা দক্ষিণ সুরমা উন্নয়ন বঞ্চিত রয়েছে। সিলেটের প্রবেশমুখ দক্ষিণ সুরমার এই উন্নয়ন বঞ্চনা মেনে নেয়া যায় না। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এই বঞ্চনার ইতিহাস মুছে যাবে ইনশাআল্লাহ। তিনি বলেন, সিলেট ৩ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হলে যোগ্য প্রার্থী মনোনয়ন দিতে হবে। তা না হলে এই আসনে বিএনপির বিজয় ঘরে আনা অসম্ভব হবে।
তিনি সিলেট ৩ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’কে ধানের শীষের মনোনয়ন দিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট আহবান জানান।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তরুণ সমাজকর্মী নাবির নিজাম, মোঃ আতিকুর রহমান, আব্দুস সালাম, শামসুল আলম, জুনান আহমদ, মুন্না আহমদ, সুমন আহমদ, সামছ্ উদ্দিন, এলিম মিয়া, সাহান আহমদ, রুবেল আহমদ, তায়েফ আহমদ, সাব্বির আহমেদ, কামরান আহমদ, আবির আহমেদ প্রমুখ।
একই দিন ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের তেতলি পয়েন্ট, তেতলি গ্রাম, লালাবাজার ইউনিয়নের লালাবাজার ও আশপাশের এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।






