নবীগঞ্জে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু
নবীগঞ্জ উপজেলার করগাওঁ গ্রামের কৃষক দিলওয়ার হোসেন (৩০) নামের এক যুবক জমিতে কাজ করার সময় সর্পদংশনে মারা গেছে বলে জানাগেছে। শনিবার সকাল ১১টায় জন্তরী হাওরে এ ঘটনাটি ঘটে। নিহত দিলওয়ার করগাওঁ গ্রামের মজমদর আলীর ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, দিওয়ার হোসেন শহরে মিশুক চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করে আসছেন। মাঝেমধ্যে জমিতেও কৃষি কাজ করতেন। শনিবার সকালে করগাওঁ ইউনিয়নের জন্তরী হাওরে জমিতে কাজ করার সময় তাকে সর্পদংশন করে। স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট প্রেরন করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু ঘটে।






