শাবিপ্রবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

শাবিপ্রবি প্রতিনিধি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
বুধবার সকাল সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন- ১ এর সামনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবস পালনের সূচনা হয়।
এরপর সকাল সাড়ে ১০টায় দীর্ঘ প্রায় ১ কিলোমিটার প্রভাত ফেরীর মাধ্যমে মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন
উপ উপাচার্য অধ্যাপক মো. সাজেদুল করিম ও দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ফয়সল আহম্মদ।
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বিভিন্ন বিভাগ, হল প্রশাসন, কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন, শাবি প্রেসক্লাবসহ বিভিন্ন সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর সেনাদের স্মরণ করেন।
এছাড়া বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছে দিবস উদযাপন কমিটি।