এমসি কলেজে বিশ্ব নাট্য দিবস পালিত

মেহেদী হাসান তানিম, এমসি কলেজ প্রতিনিধি
‘যুদ্ধবিগ্রহ উত্থান আর পতন, তারই মাঝে বেঁচে আছে নাট্য আন্দোলন’ এই স্লোগানে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে বিশ্ব নাট্য দিবস পালিত হয়েছে। বুধবার থিয়েটার মুরারিচাঁদের উদ্যোগে নানা আয়োজনে কলেজের রাজা গিরিশচন্দ্র রায় ও কাপ্তান মিয়ার ম্যুরাল প্রাঙ্গণে দিবসটি পালিত হয়।
থিয়েটার মুরারিচাঁদের সভাপতি কামরুল ইসলাম ও অনুষ্ঠান সমন্বয়ক অর্চিতা অর্পার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। এসময় তিনি বলেন, আজকের থিয়েটার মুরারিচাঁদের এই নাট্য পরিবেশনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই ধরনের একটি সৃজনশীল অনুষ্ঠান আয়োজন সত্যিই প্রশংসার যোগ্য। থিয়েটার মুরারিচাঁদের সদস্যরা তাদের মেধা ও শ্রম দিয়ে নাট্যশিল্পের প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, তা আমাদের অনুপ্রাণিত করেছে। আমি আশা করি, এই ধরনের কার্যক্রমের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা সংস্কৃতি ও শিল্পের প্রতি আরও আগ্রহী হবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রফেসর পান্না বসু।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সহযোগী অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন- মুরারিচাঁদ কবিতা পরিষদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সহযোগী অধ্যাপক ফৌজিয়া আজিজ, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জাহেদা খান শিবি, প্রভাষক তাসমিয়া শারমিন প্রমুখ।
মুরারিচাঁদ কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক সেলিম আহমদ সাগর, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি তানজিনা আক্তার এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের এমসি শাখার আহবায়ক সুমিত কান্তি দাশ পিনাক বক্তব্য রাখেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজ শাখার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিভাগ থেকে আগত শিক্ষার্থীরা।
প্রথমে জাতীয় সংগীত পরে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে নাটক ‘মানবতার ফাঁদ’ দিয়ে সাংস্কৃতিক পর্ব শুরু হয়। পরে নৃত্য ও কবিতা আবৃত্তি করেন মুরারিচাঁদ কবিতা পরিষদের সদস্যরা। থিয়েটার মুরারিচাঁদের শিল্পীদের পথনাটক, নৃত্য, গান ও কাবিতার মাধ্যমে দিনব্যাপী মুরারিচাঁদ কলেজ ক্যাম্পাসে “বিশ্ব নাট্য দিবস” উদযাপন করে থিয়েটার মুরারিচাঁদ।