দোয়ারাবাজারে অপারেশন ডেভিল হান্টে যুবলীগ নেতা গ্রেফতার

দোয়ারাবাজার প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের অপারেশন ডেভিল হান্ট অভিযানে নাজমুল হাসান হিমেল(৩৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত নাজমুল হাসান হিমেল উপজেলার ৮নং বোগলাবাজার ইউনিয়ন যুবলীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ও বহরগাও গ্রামের আব্দুল হেকিমের পুত্র
প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়,শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বোগলাবাজার এলাকা থেকে
অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে যুবলীগ নেতা নাজমুল হাসান হিমেলকে আটক করা হয়।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুল হক বলেন, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে যুবলীগ নেতা নাজমুল হাসান হিমেলকে গ্রেফতার করা হয়েছে এবং শনিবার (১৯ এপ্রিল) আদালতে সোপর্দ করা হবে।