মাধবপুরে জনসচেতনতামূলক উঠান বৈঠক

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, আত্মহত্যার প্ররোচনা সাইবার অপরাধ, সড়ক দূর্ঘটনা, কিশোর অপরাধ, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে মাধবপুর থানার ওসি’র উদ্যোগে জনসচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) বিকাল ৫টার দিকে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগরে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহ্ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকের বক্তব্যে বলেন, অপরাধী ও মাদক পাচারকারীদের আমি কোন ছাড় দিব না। আপনারা শুধু আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। আমি মাধবপুর থানাকে শতভাগ অপরাধ ও মাদকমুক্ত করবো ইনশাআল্লাহ। এছাড়াও তিনি উপস্থিত সকলের সাথে উন্মুক্ত আলোচনা করেন।
সভায় বক্তব্য রাখেন, ওসি তদন্ত মো: কবির হোসেন, এসআই নাজমুল হাসান প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, এসআই মো: সাইদুল ইসলাম, আন্দিউড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: মিজানুর রহমান সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।