জৈন্তাপুরে ৩৯৪ বোতল মদসহ যুবক আটক

জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ এর অভিযানে ৩৯৪ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ইমন আহমেদ (২১) উপজেলার মোকামবাড়ী আলুবাগান এলাকার আব্দুর রহমানের পুত্র।
শনিবার (১৯ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল জৈন্তাপুর উপজেলায় অভিযান পরিচালিত করে দুপুর ২:৩৫ মিনিটের দিকে জৈন্তাবাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে শনিবার সন্ধ্যায় র্যাবের পাহারায় আটক হওয়া আসামি ও জব্দকৃত মাদকদ্রব্যসহ তাকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে পুলিশ পাহারায় রবিবার আদালতে প্রেরণ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।