শাবিপ্রবি নোয়াখালী অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমতিয়াজ-সামি

শাবিপ্রবি প্রতিনিধি
নোয়াখালী জেলা থেকে আগত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন নোয়াখালী অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহিদুল ইসলাম ইমতিয়াজ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের শিক্ষার্থী মো. জায়েদ ইমতিয়াজ সামি।
সোমবার (২১ এপ্রিল) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আরাফাত হোসেন, সহ-সাধারণ সম্পাদক সাবরিনা সানিয়াত অয়ন ও রায়হান ইকবাল, সাংগঠনিক সম্পাদক নুরুদ্দিন রাজু ও শরিফুল ইসলাম আরমান, কোষাধ্যক্ষ ইব্রাহিম বীন ইসলাম,দপ্তর সম্পাদক নুরুজ্জামান রিদয়।