বিশ্বম্ভরপুরে ব্যবসায়ীর ১৯ লাখ টাকা ছিন্তাইয়ের প্রতিবাদ মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ব্যবসায়ী, সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য ও উপজেলা বিএনপি নেতা আব্দুল হাই এর উপর সংঘবদ্ধ স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে মারধর করে ১৯ লক্ষ টাকা ছিনিয়ে নেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৪ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার সলোকাবাদ ইউনিয়ন বাসীর আয়োজনের বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কের চালবন পয়েন্ট মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সলোকাবাদ ইউনিয়নে সকল স্থরের মানুষ একাত্মতা পোষন করে অভিযোক্তদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবী জানায়।
মানববন্ধনে বক্তাগন বলেন, গত ২১ এপ্রিল দুপুর ১২টার দিকে বাঘবেড় বাজার নিলামের জন্য যাওয়ার পথে উপজেলার গোল চত্তর এলাকায় গেলে ব্যবসায়ী ও সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হাই এর কাছ থেকে মারধর করে ১৯ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায় উপজেলা সদরের মুক্তিখলা গ্রামের বাসিন্দা রনেল,মনির ও কবীরসহ তাদের সহযোগি একটি সংঘবদ্ধ সন্ত্রাসী ও স্থানীয় প্রভাবশালী চক্র।
এ ঘটনায় ব্যবসায়ী আব্দুল হাই বাদী হয়ে ঘটনার দিনেই বিশ্বম্ভরপুর থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযোক্তদের বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাই দ্রুত ঐসব সন্ত্রাসীদের আইনের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ার দেন বক্তাগন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, আজি মড়ল, লতিফুর রহমান, নবীর মোল্লা, আব্দুল হাই মেম্বার, ইয়াছিন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।