জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।
সভায় বিগত একমাসের উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিপোর্ট পেশ করা হয়। এ সময় জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গত মার্চ মাসের বিভিন্ন মামলা সংক্রান্ত বিষয়ে যেমন বিচার, চুরি, চাঁদাবাজি, মাদক, চোরাচালান প্রতিরোধ বিষয়ে মামলা ও আটক আসামিদের ব্যপারে বিস্তারিত আলোচনা করেন।
সভায় সম্প্রতি সময়ে বৈরী আবহাওয়ায় বজ্রপাত থেকে নিরাপদে থাকতে জনসচেতনতা বৃদ্ধি, মহাসড়ক সহ উপজেলার ফাঁড়ীর রাস্তা হতে যানজট নিরসনে যত্রতত্র পার্কিং বন্ধ,মাদক নিয়ন্ত্রণ ও পাচার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহন,চোরাচালান নিয়ন্ত্রণ সহ বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
এসময় সভাপতি আলোচনায় আসন্ন বর্ষা মৌসুমে সম্ভাব্য পাহাড়ী ঢল হতে সৃষ্ট বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি সহ বিবিধ বিষয়ে আলোচনা হয়।
এসময় সভায় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: মিলাদুর রহমান, ১৭ পরগণা শালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর মৌলা আবুল চৌধুরী, ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৩নং চারিকাঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাসিনুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান,প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, জৈন্তাপুর বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মুজিবুর রহমান, ডিবির হাওড় বিওপির হাবিলদার মো আবু তাহের, ফায়ার সার্ভিস কর্মকর্তা আল আমিন, আনসার ও ভিডিপি কর্মকর্তা হ্যাপি রানী সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা,আবাসিক প্রকৌশলী পিডিবি সজল চাকলাদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, সমবায় কর্মকর্তা মোহাম্মদ শরীফ উদ্দিন, সারী রেঞ্জ ও বনবিভাগ কর্মকর্তা বিপ্লোব হোসেন, সহ অন্যান্যরা।