সুনামগঞ্জে ভাসুর পুত্রের কুপ্রস্তাব প্রাণ গেল চাচীর

ছবি: প্রতীকী
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভাসুরের ছেলের হাতে রুকশানা বেগম (৩৫) নামের এক গৃহবধূ প্রাণ হারিয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দোহালিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোছা. রুকশানা বেগম উপজেলার দোহালিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের মো. স্ত্রী।
অভিযুক্ত মো. জসিম উদ্দিন (২৬) ফিরিজ আলীর বড় ভাই মৃত. ওয়ারিছ আলীর ছেলে। রাতেই জসিম উদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মো. জসিম উদ্দিন তার চাচী মোছা. রুকশানা বেগমকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে মো. জসিম উদ্দিন ধারাল অস্ত্র দিয়ে রুকশানার ওপর হামলা চালান। হামলায় রুকশানা বেগম গুরুতর জখম হন। তার চিৎকার শুনে আশপাশের মানুষ রুকশানাকে উদ্ধার করে রাতে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলার সময় রুকশানা বেগমের চার বছরের মেয়ে মোছা. তোফা আক্তার আহত হয়।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল বলেন, ‘শুক্রবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। নিহত রুকশানা বেগম জসিম উদ্দীনের আপন চাচী। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে রাতে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে।’