নিজের জন্য না ভেবে সবাই মানুষের জন্য ভাবি: আব্দুল হান্নান
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর এবং সিলেট-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, বৃটেন প্রবাসীদের প্রতিষ্ঠিত সিডস অব সাদাকাহ আমাদের এই অজপাঁড়া গাঁয়ে মেগা প্রজেক্ট বাস্তবায়নের মাধ্যমে মানবতার সেবায় যেভাবে এগিয়ে এসেছে আল্লাহ তায়া’লা তাদের সেই এগিয়ে আসাটাকে বারাকাহ দান করুক। পাশাপাশি আমরা যারা সমাজের জন্য কাজ করি এবং যাদেরকে আল্লাহ তায়ালা ভাল অবস্থা দিয়েছেন তারাও যেন সিডস অব সাদাকাহর মতো সমাজের সুবিধা বঞ্চিত মানুষের সেবায় কাজ করেন।
তিনি আরো বলেন, নিজের জন্য না ভেবে আমরা সবাই মানুষের জন্য ভাবি। একে অন্যকে সহযোগিতা করি। পাশাপাশি মানুষের বিশুদ্ধ পানির ব্যবস্থা, রাস্তাঘাটের দুরবস্থা যদি সরকার দ্রুত নিরসন করতে পারে তখন দেশের মানুষের কষ্ট অনেকটাই লাগব হবে।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের বৃহত্তর আমতৈলের জমসের পুর,সাতির পাড়া ও মুজরাই পাড়ায় সিডস অব সাদাকাহর বাস্তবায়নে কমিউনিটি মেগা প্রজেক্টের ৩টি গভীর নলকূপ স্থাপন পরবর্তী উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন আমতৈল এলাকার এমাদ উদ্দিন (মোতাওয়াল্লি),মাস্টার মনোহর আলী, মাওলানা আছহাব উদ্দিন, মোঃ সালেহ আহমদ,মাস্টার রেনু মিয়া, মাওলানা মতিউর রহমান, হাফিজ ইদ্রিস আলী, ক্বারী মোজাহিদ আহমদ, তাজুল ইসলাম,তানবির আহমদ,মোঃ কফিল উদ্দিন,আতাউর রহমান, শরফ উদ্দিন, আমিরুর হক,মকন মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।