বিয়ানীবাজারে ব্যবসায়ীর উপর হামলার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রাম থেকে ওয়ারেন্ট ভুক্ত পলাতক খালেদ আহমদ (৩৬) ও আব্দুস শুক্কুর (৪৩) কে গ্রেফতার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।
সোমবার (১৫ সেপ্টেম্বর ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানার চৌকস অফিসার এসআই রায়হান ও তরিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মুড়িয়া ইউনিয়ন থেকে তাদের ২জন কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত খালেদ আহমদ ও আব্দুস শুক্কুর একই গ্রামের মৃত :হাছন আলীর ছেলে ।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আশরাফুজ্জামান জানান, আসামীদের কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের নামে বিয়ানীবাজার থানায় মামলা রয়েছে মামলা নং-২০ তারা বিভিন্ন অপরাধের সাথে জড়তি, তাদের বিরুদ্ধে আইনানুগ সকল ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর শনিবার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুছ এর ছেলে রুহেল আহমদ (৩২) পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় আল বারাকা ট্রাভেলস স্বত্বাধিকারী রুহেল আহমদ আহত হয়েছেন। শনিবার দুপুরে বিয়ানীবাজার পৌরশহরে আসার পথে ওৎপেতে থাকায় প্রতিপক্ষের লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এইদিন রাতে আহত ট্রাভেল ব্যবসায়ী রুহেল আহমদের ভাই বাদী হয়ে বিয়ানীবাজার থানায় অজ্ঞাতনামা সহ ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন বিয়ানীবাজার থানায় মামলা নং-২০ গত ১৯.০১.২০২৫ ইং তারিখে ঢাকা হাইকোর্ট এ জামিন এর জন্য আবেদন করিলে তাহা হাইকোর্ট ডিভিশন নামঞ্জুর করে দেন এবং তাদের কে কারাগারে প্রেরণ করেন।