উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
আধুনিক শিক্ষায় দায়িত্বশীল ও আলোকিত মানুষ তৈরি করতে হবে
সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ এবং সিলেট কমার্স কলেজের নবীন বরণ অনুষ্ঠান গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। প্রাণবন্ত ও বর্ণাঢ্য এ আয়োজনে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ জুয়েল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দীন। তিনি তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আধুনিক শিক্ষা কেবল বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; এর প্রকৃত উদ্দেশ্য হলো সৎ, দায়িত্বশীল ও আলোকিত মানুষ তৈরি করা।” তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের পথে নিষ্ঠা, অধ্যবসায় এবং নৈতিকতাই হবে সবচেয়ে বড় শক্তি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ হারুন মিয়া। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ফরিদ আহমেদ এবং কলেজের রেক্টর ম্যাডাম জনাব সালমা খানম চৌধুরী।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক অধ্যাপক মো. মুহিবুর রহমান, চেয়ারম্যান, মুহিবুর রহমান ফাউন্ডেশন। তিনি শিক্ষা ও মানবিকতার বন্ধনকে সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করে বলেন, শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ এবং নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক, অভিভাবক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁদের উপস্থিতি নবীন শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়ায়।
পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে। নবীন শিক্ষার্থীরা তাঁদের প্রতিভা প্রদর্শনের মাধ্যমে জানান দেন আগামী দিনের তারুণ্যই হবে একটি আলোকিত ও প্রগতিশীল বাংলাদেশের মূল চালিকাশক্তি।
আয়োজকবৃন্দ জানান, নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর এ আয়োজন তাঁদের আত্মবিশ্বাস, সাহস এবং নতুন যাত্রার পথে দৃঢ়ভাবে এগিয়ে যেতে সহায়ক হবে।