ইউজিসি সদস্যের লিডিং ইউনিভার্সিটি পরিদর্শন
সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি পরিদর্শন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে লিডিং ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে তাঁকে স্বাগত জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন । এসময় পরিদর্শন টীমে ছিলেন ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূঁইয়া, অতিরিক্ত পরিচালক মো. সুলতান মাহমুদ এবং সহকারী পরিচালক বি. এম. সোহেল রানা।
পরবর্তীতে ইউজিসি টীমের সাথে বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. কবির আহমেদ, লাইব্রেরিয়ান মো. আব্দুল হাই ছামেনী এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে ইউজিসি প্রতিনিধিদল ক্যাম্পাস ঘুরে দেখেন এবং অবকাঠামোগত সুযোগ সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে লিডিং ইউনিভার্সিটির সাজানো-গোছানো সুপরিসর লাইব্রেরি পরিদর্শন করে মুগ্ধ হন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেন এবং লিডিং ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তা যথাযথভাবে পালন করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার প্রতিশ্রুতি প্রদান করেন।