আগুনে ঢাকা শরীর নিয়ে গাড়ি টেনে বিশ্বরেকর্ড স্টান্টম্যানের
অস্ট্রিয়ার স্টান্টম্যান জোসেফ টোডলিং গিনেস বুকে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন। তিনি পুরো শরীর আগুনে ঢাকা অবস্থায় ১০০ মিটার দূরত্বের একটি গাড়ি টেনে নিয়ে যান। আর এটি সম্পন্ন করতে সময় লাগে মাত্র ৫৬.৪২ সেকেন্ড। যা বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো ঘটনা এবং একটি বিরল রেকর্ড।
প্রদর্শনী শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার টিম তিনটি অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে তার শরীর থেকে আগুন নেভায় এবং তার নিরাপত্তা নিশ্চিত করে।
জোসেফ এর আগে আগুন সংক্রান্ত আরও কিছু বিপজ্জনক রেকর্ড ভেঙেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো অক্সিজেন ছাড়াই ৫ মিনিট ৪১ সেকেন্ড ধরে আগুনের মধ্যে থাকা এবং আগুনে ঢাকা অবস্থায় ২০০ মিটার দূরত্ব অতিক্রমের সবচেয়ে ছোট সময়ের রেকর্ড।