ধর্মপাশা উপজেলা কৃষক দলের পরিচিতি সভা
সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলা কৃষক দলের ১২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা কৃষক দল এ পরিচিতি সভার আয়োজন করে। শুরুতেই বিএনপিসহ অন্যান্য সহযোগী অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ কৃষক দলের সকল নেতৃবৃন্দকে মাল্য দিয়ে বরণ করে নেয়।
এ পরিচিতি সভায় উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিলন মজুমদার কবির এর সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনফর মালী খান, উপজেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির সদস্য নেহাল উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক শওক আলী বেপারী, যুগ্ন-আহবায়ক সাইনূর রহমান জিলানী, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মিশর আহম্মেদ, উপজেলা স্বেচ্চাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুল আমিন, উপজেলা কৃষকদলের সহ-সভাপতি ডাঃ জসিম উদ্দিন ও ধর্মপাশা সরকারি ডিগ্রী ককেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব কাঞ্চন আহমেদ প্রমুখ।
কৃষক দলের সাধারণ সম্পাদক কবির মজুমদার মিলন বলেন, আমরা এ কৃষক দলকে তৃণমূল পর্যন্ত পৌছে দিয়ে তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে চাই এবং সেই সাথে আগামি জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়ে বিএনপি সরকার গঠন করতে পারে সেক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে চাই। এছাড়া কিছুদিনের মধ্যেই ইউনিয়ন কৃষক দলের কমিটি গঠন করা হবে। আর এ কমিটি গঠনে কেউ যদি অনিয়ম করে তাহলে কাউকে ছাড় দেওয়া হবেনা।