মাধবপুরে সার-কীটনাশকের দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর মসজিদ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ বিন কাশেম এ অভিযান পরিচালনা করেন। লাইসেন্স ছাড়া সার ও কীটনাশক বিক্রি, অতিরিক্ত দাম আদায় এবং কৃত্রিম সংকট তৈরির অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ফকির সহযোগিতা করেন। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির উদ্যোগে পরিচালিত এ অভিযানে লাইসেন্স, ক্যাশ মেমো ও রেজিস্টারবিহীনভাবে ব্যবসা করার দায়ে জরিমানা করা হয়।
মাধবপুর উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের স্বার্থে সার ও কীটনাশক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।