সিলেট রেঞ্জ ডিআইজি সুনামগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মহাঅষ্টমীর দিনে সুনামগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মো: মুশফেকুর রহমান।
আজ দুপুরে তিনি সুনামগঞ্জ জেলায় পৌঁছালে পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর তিনি সুনামগঞ্জ সদর, দোয়ারাবাজার ও ছাতক থানার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন।
ডিআইজি পূজামণ্ডপে উপস্থিত পূজারী, দর্শনার্থী ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সকলকে শারদীয় শুভেচ্ছা জানান। এছাড়া তিনি পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ধর্মীয় উৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য প্রতিটি পূজামণ্ডপে জেলা পুলিশের পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পূজার নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।
পরিদর্শনকালে সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) মো: আব্দুল কাদের, সদর, দোয়ারাবাজার ও ছাতক থানার অফিসার ইনচার্জরা এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। সুনামগঞ্জে এবারের দুর্গোৎসব ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।