ইয়াবা-গাঁজাসহ ধরা পড়লো মাধবপুরের আকবর
হবিগঞ্জের মাধবপুরে ইয়াবা ও গাঁজাসহ কুখ্যাত মাদক সম্রাট আলী আকবর (৬২) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আলী আকবর পৌরসভার পশ্চিম মাধবপুর এলাকার মৃত দেলোয়ার মিয়ার ছেলে।
শনিবার (১৮ অক্টোবর) রাতে মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহনূর ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম মাধবপুর এলাকায় আকবরের বাড়িতে অভিযান চালায়।
অভিযানে তার ঘর তল্লাশি করে ১০৯ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে গেলেও আকবরকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আকবর দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তরুণ সমাজকে বিপথে নিতে তিনি বিভিন্ন কৌশলে ইয়াবা ও গাঁজা বিক্রি করতেন। এলাকাবাসীর বহু অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে পুলিশ অভিযান চালায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদ উল্ল্যা বলেন,“আলী আকবর একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।”
তিনি আরও বলেন,“মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক কারবারিদের যত প্রভাবই থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না।”এদিকে আকবরের গ্রেফতারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়দের অনেকেই জানান, তার কারণে এলাকায় কিশোরদের মধ্যে মাদক ছড়িয়ে পড়ছিল। এখন তার গ্রেফতারে সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে।
উল্লেখ্য, সম্প্রতি মাধবপুর থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান জোরদার করেছে। একের পর এক অভিযান চালিয়ে গত এক সপ্তাহে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে আটক ও বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।