তেলাপোকা মারতে গিয়ে অ্যাপার্টমেন্টে আগুন দিলেন তরুণী
তেলাপোকা মারতে গিয়ে পুরো অ্যাপার্টমেন্টে আগুন লাগিয়ে ফেলেছেন এক নারী। দক্ষিণ কোরিয়ার পুলিশ জানিয়েছে, নিজের ফ্ল্যাটে আগুন লাগানোর অভিযোগে ওই নারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে। তেলাপোকা মারার জন্য দাহ্য স্প্রে ব্যবহার করতে গিয়ে তিনি পুরো অ্যাপার্টমেন্টে আগুন লাগিয়ে ফেলেন। স্থানীয় গণমাধ্যম এই খবর জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই নারীর বয়স বিশের কোঠায়। তিনি বলেছেন, তেলাপোকা মারতে একটি লাইটার ও দাহ্য স্প্রে ব্যবহার করেছিলেন। তিনি আরো জানান, এর আগেও একই পদ্ধতিতে তেলাপোকা মারার চেষ্টা করেছেন। কিন্তু সোমবার তার ঘরের কিছু জিনিসপত্রে আগুন ধরে যায়।
এ ছাড়া আগুন লাগার পরে ওই ভবনের এক প্রতিবেশী জানালা দিয়ে পালানোর চেষ্টা করার সময় নিচে পড়ে নিহত হয়েছেন।
উত্তরাঞ্চলের ওসান শহরের পুলিশ জানিয়েছে, ওই নারীর বিরুদ্ধে অসাবধানতাবশত আগুন লাগানো এবং অবহেলার কারণে মৃত্যু ঘটানোর অভিযোগ আনা হতে পারে।
ওসান শহরের এই অগ্নিকাণ্ডে যিনি নিহত হয়েছেন, তিনি ছিলেন চীনের নাগরিক। তার বয়স ত্রিশের কোঠায়।
ভবনের পঞ্চম তলায় স্বামী ও দুই মাস বয়সী শিশুসন্তানসহ বসবাস করতেন। আগুন লাগার বিষয়টি বুঝতে পারার পর তারা জানালা খুলে সাহায্যের জন্য চিৎকার করেন। এরপর তারা তাদের শিশুটিকে পাশের ব্লকের এক প্রতিবেশীর হাতে জানালা দিয়ে তুলে দেন, তারপর নিজেরাও পালানোর চেষ্টা করেন। ওই নারীর স্বামী পাশের ব্লকে উঠে যেতে সক্ষম হলেও, তিনি পারেননি। স্বামীর মতো একইভাবে চেষ্টা করতে গিয়ে জানালা থেকে নিচে পড়ে যান।
গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে কয়েক ঘণ্টা পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তেলাপোকা মারার জন্য ব্লো-টর্চ বা ঘরে বানানো ফ্লেমথ্রোয়ার ব্যবহার সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার এক ব্যক্তি পোকা মারার স্প্রে দিয়ে বানানো ‘ফ্লেমথ্রোয়ার’ ব্যবহার করে তেলাপোকা মারতে গিয়ে নিজের রান্নাঘরে আগুন লাগিয়ে ফেলেছিলেন। সূত্র : বিবিসি