বিএনপি নেতার মাতৃবিয়োগে বিশ্বনাথ প্রেসক্লাবের শোক
বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মাহবুব আলী জহিরের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দ। এক শোক বার্তায় বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমা আফতেরা বেগমকে এক মহিয়সি নারী হিসেবে আখ্যায়িত করে বলেন, তিনি ডাঃ শানুর আলী মামুন ও ডাঃ মাহবুব আলী জহিরের মত এমন দুইজন পুত্র জন্ম দিয়েছেন যারা, চিকিৎসা পেশার মাধ্যমে মানুষের কল্যাণে অসামান্য অবদান রেখে যাচ্ছেন।
শোকবার্তায় বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষে শোক প্রকাশকারীরা হলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি মোঃ রহমত আলী, মিজানুর রহমান মিজান,কাজী মোঃ জামাল উদ্দিন, জাকির হোসেন কয়েছ,তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শিপন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক প্রণন্জয় বৈদ্য অপু,এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোঃ নুর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ মাওলানা শহীদুর রহমান, অসিত রঞ্জন দেব, মোঃ জামাল মিয়া, সদস্য আব্দুস সালাম মুন্না, মোঃ আবুল কাশেম, মোহাম্মদ নুরুল ইসলাম,আহমদ আলী হিরন, শফিকুল ইসলাম শফিক, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির ও মোস্তাক আহমদ মোস্তফা।