সুনামগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অপহরণ ও ধর্ষণ মামলায় অভিযুক্ত লিটন মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৯। তিনি উপজেলার নলুয়া গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে।
র্যার জানান, দোয়ারাবাজার জনতা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রীকে নিজ বাড়ির নদীর ঘাট থেকে তুলে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগে মামলা দায়ের করে। এ মামলার প্রধান আসামী লিটন মিয়া পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এবং র্যাব-১১, নারায়নগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল ১৮ অক্টোবর সন্ধায় কুমিল্লার লালমাই থানার উত্তর দৌলতপুর এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক লিটনকে গ্রেফতার করা হয়।
অতিঃ পুলিশ সুপার মিডিয়া অফিসার র্যাব-৯, সিলেট কে. এম, শহিদুল ইসলাম সোহাগ এ সত্যতা নিশ্চিত করে জানান, আটকরের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।