ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে মতবিনিময় সভা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, মানবাধিকারকর্মী ও সমাজসেবী ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে রবিবার (২৬ অক্টোবর) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী মোঃ সুমন মিয়ার সভাপতিত্বে মতবিনিময় প্রধান অতিথির বক্তব্য দেন প্রার্থীর বড় ভাই, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী মোঃ নিজাম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত সরকারের দমন পীড়নের চিত্র আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরতে ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র জাতিসংঘ, বিট্রেন, আমেরিকাসহ বিভিন্ন মানবাধিকার সংস্থায় অসংখ্য চিঠি লিখেছেন। যার ফলশ্রুতে আন্তর্জাতিক মহল বিগত সরকারের বিরুদ্ধে গেছে। এজন্যই ছাত্র-জনতার আন্দোলন সফল হয়েছে।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী আখতার উদ্দিন, তরুণ সমাজকর্মী নাবির নিজাম, মোঃ আতিকুর রহমান, আব্দুস সালাম, শামসুল আলম, জুনান আহমদ, মুন্না আহমদ, সুমন আহমদ, এলিম মিয়া, সাহান আহমদ, রুবেল আহমদ, তায়েফ আহমদ, সাব্বির আহমেদ, কামরান আহমদ, আবির আহমেদ প্রমুখ।
একই দিন দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের হাজীগঞ্জ বাজার, রেঙ্গা মাদ্রাসা ও সংলগ্ন এলাকায় সিলেট-৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।






